শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শতাধিক অসহায় হত-দরিদ্র ও এতিমদের মাঝে তৈরিকৃত খাবার বিতরণ করেছে রাঙামাটি জেলা পুলিশ।
রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে কোতয়ালী থানা প্রাঙ্গনে তৈরিকৃত খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মারুফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) মাঈন উদ্দিন চৌধুরী,সহকারী পুলিশ সুপার শেখ সাঈদ,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন,অফিসার ইনচার্জ(তদন্ত) আফজাল হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খাবারের প্যাকেট হাতে পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনায় দুহাত তুলে দোয়া করে খাবার নিতে আসা অসহায় হত-দরিদ্র ও এতিম শিশুরা।
Discussion about this post