খেলা ডেস্ক :
এবার আগামী নির্বাচনে যদি ভিক্টর ফন্তে বিজয়ী হন তাহলে জাভিকে কোচ করার ঘোষণাই দিলেন তিনি। রোনাল্ড কোম্যান যখন বার্সার কোচ হয়ে আসেন তখন বার্তামেউ সভাপতি থাকলেও সেই সময়েই জাভিকে কোচ করার কথা বলেছিলেন ভিক্টর ফন্তে।
আগামী ২৪ জানুয়ারীর নির্বাচনে যদি ভিক্টর ফন্তে জয় লাভ করেন তাহলে হয়তো মৌসুম শেষেই বরখাস্ত হতে পারেন কোম্যান। তেমন ইঙ্গিত পাওয়া গেল তার কথায়।
ফন্তে বলেন, “যদি আমি নির্বাচনে জয় লাভ করি তাহলে বার্সালোনাতে জাভি আসবে। যদি সে না আসে তাহলে প্রত্যেকটা দর্শকের পুরো মৌসুমের টিকিটের টাকা আমি নিজের পকেট থেকে পরিশোধ করব যাতে তারা ফ্রিতে খেলা দেখতে পারে।”
জাভিই পারবে মেসিকে বার্সালোনাতে থাকতে রাজি করতে এমনটা মনে করেন ফন্তে। তিনি বলেন, “মেসিকে বার্সালোনাতে থাকতে রাজি করাতে পারে কেবল জাভি। জাভির উপর মেসির আস্থাও আছে। তারা দুজন দুজনকে খুব ভালো বুঝে।”
Discussion about this post