কক্সবাজারের রামু খুনিয়াপালং ইউনিয়নের টোয়াইংগাকাটা এলাকার সেই মোহাম্মদ শাহ ধর্ষণ মামলায় জামিন নিতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মোহাম্মদ শাহ উল্লেখিত এলাকার আবু তৈয়ব সওদাগরের ছেলে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিজ্ঞ জজ (জেলা জজ) তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মামুনুর রশীদ মামুন।
তিনি জানান, প্রথমে মহামান্য হাইকোর্ট থেকে ধর্ষণ মামলার তিনজন আসামী ৬ সপ্তাহের আগাম জামিন নেন। ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হলে তারা নারী ট্রাইবুনালে আত্মসমর্পণ করে। তৎকালীন জজ তাদেরকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দেন। পুলিশ তদন্ত সাপেক্ষে ৯/১ ধারার মামলা থেকে দুইজনকে বাদ দিয়ে ১ নং আসামী মোহাম্মদ শাহকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে চার্জশীট দেয়।
মোহাম্মদ শাহ প্রথম শুনানীতে ছিল। পরের শুনানীতে জামিন নিতে গেলে তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিজ্ঞ জজ (জেলা জজ)।
Discussion about this post