নিজস্ব প্রতিবেদক:
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজ্জামান ও তার সহযোগী ওহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদকে সরকারি গাড়িতে মাদক পরিবহনের দায়ে আটক করা হয়েছে। আটকের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। নুরুজ্জামান রাজশাহী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা ও ওয়াহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদ বলে জানা গেছে।
তার আগে শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজ্জামান ও তার সহযোগী ওহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাজিদকে প্রধান এবং নুরজ্জামানকে অপর আসামি হিসেবে দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
ওসি মোজাফফর হোসেন জানান, মামলা গ্রহণের পর বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস থেকে থানা পুলিশ প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও সাজিদকে আদালতে সোর্পদ করে। সন্ধ্যা সাড়ে ৫টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালতের বিচারক আবু কাহার তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
Discussion about this post