ইমাম খাইর:
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোবাইক (টমটম)কে ধাক্কা দিয়ে সোজা খালে গিয়ে পড়লো প্রাইভেট কার।
এতে টমটমের তিন যাত্রীর অবস্থা গুরুতর। তাদের মধ্য থেকে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় ঘটনাটি ঘটে। রিপোর্ট লেখাকালে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলেই রয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায় নি। স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসাইন মুঠোফোনে সিবিএকে এ খবর দিয়েছেন।
তিনি জানান, চান্দেরঘোনা এলাকায় যাত্রীবাহী একটি টমটম রাস্তার পাশে অপেক্ষা করছিল।
কক্সবাজারমুখি সাদা রঙের একটি প্রাইভেট কার অতর্কিতে অবস্থায় টমটমকে ধাক্কা দিয়ে সোজা খালে গিয়ে পড়ে। এতে টমটমের একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের সহায়তায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত কারো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।
Discussion about this post