ডেস্ক রিপোর্ট:
সকল জল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার পৌরসভা প্রদত্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কক্সবাজার সদর।
রোববার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল খেলায় টেকনাফ উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে কক্সবাজার সদর। খেলায়তেই টেকনাফের জালে দুইগোল লাগিয়ে সদর।
তীব্র উত্তেজনাপূর্ণ এই ফাইনালে টেকনাফ উপজেলা বনাম কক্সবাজার সদর ফুটবল দলের ফাইনাল ম্যাচ দেখতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম বিপুল দর্শকের সমাগম হয়। এই খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যায় টেকনাফ উপজেলা।
দুই দলের পক্ষে তিনজন করে বিদেশী খেলোয়াড়সহ জাতীয় ও বিভাগীয় অনেক তারকা খেলোয়াড় অংশ নিয়েছেন।
খেলায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
Discussion about this post