নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত উপজেলা টেকনাফের ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের ১৪৪ পরিবারের ৬শ ৭০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ১৩ জানুয়ারী দুপুরের দিকে টেকনাফ বাহারছড়ার ২৩নং শামলাপুর ক্যাম্পের বিভিন্ন ব্লক হতে ১৪৪ পরিবারের ৬৭০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আরআরআরসি অফিস কর্তৃক প্রদত্ত ৯টি বাস এবং ৪টি ট্রাকযোগে উখিয়ার কুতুপালং, বালুখালী ও নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
তৎমধ্যে ২০নং রোহিঙ্গা ক্যাম্পে ১৫ পরিবারের ৪৭জন, ২০নং রোহিঙ্গা ক্যাম্পে ১১৬ পরিবারের ৫৮১জন, ৪নং রোহিঙ্গা ক্যাম্পে ২ পরিবারের ৭জন, ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ৩পরিবারের ১২জন, ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে ১পরিবারের ২জন, টেকনাফের ২৬নং ক্যাম্পে ১ পরিবারের ২জন, ১৪নং রোহিঙ্গা ক্যাম্পে ৩ পরিবারের ১১জন এবং ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে ১ পরিবারের ৬ জনসহ মোট ১৪৪ পরিবারের ৬শ ৭০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post