নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করার পর বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করা হয়েছে। সাপটি ১১ফুট লম্বা ও ১৫-১৬ কেজি ওজনের বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান এলাকায় একটি বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং বন সংরক্ষণ কমিটির (সিএমসি) সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার দুপুরে বাহারছড়ার শামলাপুর পুরানপাড়া এলাকার পূর্ব পাশে পরিবেশ অধিদপ্তরের (এফসিসি) ক্লাবের সদস্য রেহেনা বেগম ও সাজেদা বেগমের বসতঘরে একটি বিরল প্রজাতির অজগর সাপ ঢুকে পড়ে। সাপটি ঘরে মুরগি ধরার চেষ্টা চালায়।
খবর পেয়ে ভিসিজি সভাপতি আমির মুহাম্মদ শাহজাহানকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি কৌশলে বন্দী করে রাখে এবং হোয়াইক্যং রেঞ্জে খবর দেয়।
হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন জানান, আমরা খবর পেয়ে স্থানীয় বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌসকে সাথে নিয়ে বিকেল সাড়ে তিনটায় দিকে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি।
তিনি বলেন, হোয়াইক্যং সিএমসি কমিটির সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ কোম্পানি, বিট কর্মকর্তা কেউ সিং, কে বি এম ফেরদৌস ও স্থানীয়দের সম্মুখে টেকনাফ সংরক্ষিত বনের হোয়াইক্যং কুদুমগুহার পাশে গহীন বনের ভেতর সাপটি অবমুক্ত করা হয়।
Discussion about this post