নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ উপজেলার ২২নং রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রামদা, দেশীয় ও কার্তুজসহ ৪জন রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
গত ৪ জানুয়ারী (সোমবার) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ২২নং রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রইক্ষ্যং উত্তর পাড়া জসিমের বাড়ির সামনে একদল রোহিঙ্গা অপরাধ সংগঠিত করার লক্ষ্যে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে ১টি রামদা, ১টি দেশীয় অস্ত্র এবং ১রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
আটককৃতরা হলেন – ব্লক-এ-২ এর ১৭নং রোমের বাসিন্দা হোছন আহমদের পুত্র মোঃ হামিদুল্লাহ ওরফে গুনিয়া (২৫), নুর কবিরের পুত্র ফোরকান (২০), নুর বশরের পুত্র আয়াজ (২১) ও সৈয়দুল বশরের পুত্র নুর আলম (২০)।
কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গা দূবৃর্ত্তদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post