টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল্লাহ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তিনি উপজেলার হাংগর ডেইল পাড়ার মৃত মৌলবী আফজালের ছেলে।
শনিবার (২১ আগস্ট) বিকালে হাজী গণি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা পুলিশ।
Discussion about this post