নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
র্যাব সুত্র জানিয়েছেন গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের উলুচামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইয়াবা বিক্রয়কালে উক্ত মাদককারবারীকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক মাদককারবারীর নাম আব্দুর শুকুর প্রকাশ (শিয়াইল্যা) (৩৫), তার পিতার নাম-মৃত গুরা মিয়া। সে টেকনাফ উপজেলার হ্নীলা, রঙ্গিখালী (গাজীপাড়া), এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে মাদক বিরুধী অভিযান পরিচালনা করেছি। এসময় একজন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়েছি। মাদককারবারীর কাছে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।
জিজ্ঞাসাবাদে ইয়বাকারবারী দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post