নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় নয় হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে বাবা-ছেলেসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১০আগষ্ট) বিকালে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ফুলের ডেইল জাদিপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে ছৈয়দ আকবর (৪০), নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের ছেলে সাইফুল ইসলাম (২২), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জাব্বারের ছেলে জাফর আলম (৪৩) এবং তার ছেলে পারভেজ (১৯)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক আসামিদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Discussion about this post