কক্সবাজারের টেকনাফে একটি হ্যান্ড গ্রেনেডস্থল ঘিরে রেখেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ গ্রেনেডস্থলটি ঘিরে রেখে স্থানীয় লোকজনকে মাইকিং করে সর্তক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়।
পুলিশ জানায়, পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় ১টি (আরজেস-৩৬) মরিচা ধরা গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সবার নিরাপত্তার স্বার্থে গ্রেনেডস্থল ঘিরে রাখা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, হ্যান্ড গ্রেনেডটির বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে।
Discussion about this post