কক্সবাজার টেকনাফে সড়ক দূর্ঘটনা ও আত্মহত্যায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা না গেলেও ঘাতক চালকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ৭৪৩ শেড নং রুম নং ৫ এর মোহাম্মদ তৈয়ুবের ছেলে নুর কামাল (২১) বিষ পান করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোচনী রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে।
অপরদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।
নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে না পারলেও জনতার সহায়তায় ঘাতক মাইক্রো চালককে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক চালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
Discussion about this post