নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার কানজর পাড়া এলাকায় ফুটবল খেলা শেষে ফেরার পথে উখিয়া থাইংখালী খেলোয়াড় সমিতির সদস্যদের উপর স্থানীয় মেম্বারও চিহ্নিত ইয়াবাকারবারীরা হামলা চালিয়ছে। হামলা কারিরা গাড়ী ভাংচুর করে খেলোয়াড়দের অপহরণ করে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খেলোয়াড়সহ ১২ জন আহত হয়।
পরবর্তীতে র্যাবের সহযোগিতায় তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজর পাড়া এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার হওয়া খেলোয়াড় সমিতির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, হোয়াইক্যংয়ের কানজরপাড়া থেকে ফুটবল খেলা শেষে খেলোয়াড়রেরা উখিয়ার থাইংখালীতে ফিরে আসার পথে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আবদুল গফ্ফার মেম্বারের নেতৃত্বে চৌকিদার নুরুল কবির পুতিয়া, মো আমিনসহ ১০/১৫ জন সন্ত্রাসী তাদের গাড়ী গতিরোধ করে হামলা চালায়। পরে তাদের অপহরণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে। সেখানে মারধরে ১২জন গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলো উখিয়া উপজেলার থাইংখালী খেলোয়াড় সমিতির সদস্য মো: আবছার (২২), নাজিম উদ্দিন (২৫), সোলতান আহমদ (৩৫), মো: জাবেদ (২৮), নুরুল হক আব্বু (২৮), নুর মোহাম্মদ (২০), ফরিদ আলম (২০) শাহিন আলম (১৫)। এছাড়াও আরো ৪জন রয়েছে। তাদেরকে বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার, ইয়াবা গডফাদার আবদুল গফ্ফার ও চৌকিদার সন্ত্রাসী পুতিয়ার নেতৃত্বে তাদের অপহরণ করা হয়।
পরে আমি খবর পেয়ে হোয়াইক্যংয়ের র্যাব’কে ঘটনা বিষয়ে অবহিত করি। দীর্ঘ ৩ ঘন্টা পর র্যাব অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কবল থেকে তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা এসময় তিনটি সিএনজি ও ২টি মোটর সাইকেল ভাংচুর করে। খেলোয়াড়দের নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
র্যাব-১৫ হোয়াইক্যংয়ের ইনচার্জ মেজর আরেফিন জানান, কানজরপাড়া ফুটবল টিম হেরে যাওয়ার পর থাইংখালী খেলোয়াড়দের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Discussion about this post