হুমায়ুন রশিদ, টেকনাফ –
টেকনাফে র্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৮৯হাজার ৫শ পিস ইয়াবাসহ এক গৃহবধুকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৫ ফেব্রুয়ারী রাত ১০টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার জনৈক শাহাদাত হোসেনের বসত-বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২জন মানুষ একটি বস্তা টেনে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১) কে বস্তাসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি খুলে গণনা করে ৮৯হাজার ৫শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত গৃহবধুকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Discussion about this post