নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা “বাংলাদেশ নারী প্রগতি সংঘ” (বিএনপিএস) এর উদ্যোগে ও ইউএন উইমেনের আর্থিক সহায়তায় হাঁস-মুরগি ও গবাদিপশু লালন পালনের উপর ৭দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৬০ জন নারী (সিবিও) সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জুয়ারিয়া খোলা নামক এলাকায় উক্ত ৭দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে। হাঁস-মুরগি লালন পালনের উপর প্রশিক্ষণ দেওয়ার ফলে প্রান্তিক নারীরা এখন আয়বর্ধনমূলক কাজে অংশ গ্রহণের সুযোগ পাচ্ছে। ইতি মধ্যে অনেক নারী উদ্যোক্তা পারিবারিকভাবে স্বাবলম্বী হয়েছে। নিজেরা অর্থনীতিকভাবে শক্তিশালী হচ্ছে। পরিবারে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। নিজেরা আত্মনির্ভরশীল হলে পরিবারে সচ্ছলতা আসবে। তিনি নারী-পুরুষ সকলকে হাঁস-মুরগি ও গবাদিপশু লালন পালনের আহ্বান করেন।
আরো বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে নারীরা ভূমিকা রাখছে। জনসচেতনতা বৃদ্ধির ফলে সামাজিক অসংগতির হার কমছে। সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত হচ্ছে। কারিগরি সহায়তা পেলে নারীরা আরো এগিয়ে যাবে। সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিটি কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের ওমেন পিস বিল্ডার প্রকল্পের কো-অর্ডিনেটর সঞ্চিতা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম মিয়া, জুয়েল বাসক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মশিউর রহমান।
“বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ” (বিএনপিএস) গত ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৭ দিনের এই প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেন। হাতে কলমে প্রশিক্ষণ ও কর্মশালা শেষে ৬০ জন নরী (সিবিও) সদস্যদের মাঝে বৃহস্পতিবার সমাপনী দিনে সনদ বিতরণ করা হয়।
Discussion about this post