নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন।
১৯ ডিসেম্বর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠ ও বেড়িবাঁধের পিছনে আনুমানিক ১০:৩০ ঘটিকায় টহলদল দুজন দুষ্কৃতিকারী ব্যক্তিকে ছ্যুরিখাল বিজিবি পোষ্ট হতে একটু দূরে উত্তর-পূর্ব কোন দিয়ে লবণের মাঠ ব্যবহার করে ২টি বস্তা কাঁধে মোচনী গ্রামের দিকে গমন করতে দেখে।
আরও পড়ুন –
‘৫ লাখ ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক’
বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাসমূহ ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ইয়াবা কারবারীদের ব্যবহৃত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে রাত ২:০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী বা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
Discussion about this post