টেকনাফ সংবাদদাতা •
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ১৭১ ক্যান বিদেশি বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে হোয়াইক্যং বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম মিজানুর রহমান (২১)। তিনি হোয়াইক্যং ইউপি কাঁটাখালী পুর্বপাড়া এলাকার কাদের হোসাইনের ছেলে।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) হাফিজুর রহমান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Discussion about this post