টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ বাহারছাড়া এলাকায় সমুদ্র সৈকতে বিশালাকারের একটি মৃত তিমি ভেসে এসেছে। তিমির মুখের দিকে অংশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রশাসনের উদ্যোগে তিমিটিকে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।
শুক্রবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়ার দিকে সৈকতে এই মৃত তিমিটি ভেসে আসে। খবর পেয়ে উৎসুক জনতা সৈকতে ভিড় করেন।
শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলেরা মৃত তিমিটা দেখার পর আমাকে অবগত করে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গিয়ে ভাটার সময় মৃতদেহ বালিয়াড়িতে ভেসে আসে। মৎস্য কর্মকর্তারা এলে তাদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে রাতে সৈকতে গিয়ে দেখতে পাই মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ চারে দিকে ছড়িয়ে পড়ছে। তাই দ্রুত গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। এর আগে তিমি মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি মাছটি মারা গেছে। তবে তিমিটি প্রায় অর্ধ গলিত ছিল।’
Discussion about this post