টেকনাফ সংবাদদাতা •
টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা বিপুল পরিমান বিদেশি বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটক যুবক টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার ফরিদ আলমের ছেলে মামুন রশিদ (২৩)।
সোমবার (৪ অক্টোবর) সকালে নতুন পল্লানপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মামুন রশিদের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের
বস্তাভর্তী ১০৫ ক্যান বিদেশি বিয়ারসহ মাদক কারবারি মামুন রশিদকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামির বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post