নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফ উপজেলার ক্রাইম জোন খ্যাত রঙ্গীখালী এলাকা থেকে ৪টি অস্ত্র ও ৭টি সীসা বুলেট উদ্ধার করেছে ১৬-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এর নয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
২৮ ডিসেম্বর (সোমাবার) ভোরাত ৪ টার দিকে রঙ্গীখালী এলাকার মৃত জসিম উদ্দিনের বসত ঘরের পিছনের বাগান থেকে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-(১) একটি ১৪ ইঞ্চি শাটারগান (২) দেশীয় তৈরি ৪ ফুট সাড়ে ৩ ইঞ্চি লম্বা একটি একনলা বন্দুক (৩) একটি দেশীয় তৈরি ৪ ফুট ১ ইঞ্চি লম্বা একনলা বন্দুক (৪) একটি দেশীয় তৈরি ৪ ফুট লম্বা একনলা বন্দুক এবং (৫) ৭ টি সীসা বুলেট।
টেকনাফের নয়াপাড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ফয়জুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে নয়াপাড়া ক্যাম্পে একটি জিডি ইস্যু করা হয়েছে। যার নাম্বার ৭৭৫।
Discussion about this post