বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হােয়াইক্যং এলাকায় মােবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি অবৈধ ইটভাটা ধ্বংসসহ সর্বমােট ৩৭ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৩ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের স্পেশাল টিম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ।
অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহাম্মদ নাজমুল হুদা, সহকারি পরিচালক সংযুক্ততা দাশ গুপ্ত, মঈনুল হক, পরিদর্শক মাহবুবুল ইসলাম, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের জুনিয়র ক্যামিস্ট আবদুস সালামসহ র্যাব,পুলিশ,বিজিবি এবং ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা এর সহায়তায় র্যাব -১৫ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মােবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও পরিচালনার দায়ে , ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন -২০১৩ ( সংশােধিত -২০১৯ ) মােতাবেক ০৬ টি অবৈধ ইটভাটা যথাক্রমে ১। AHB Bricks ( Howaikong ) কে ১০ লক্ষ , ২। MKB ( Howaikong ) কে ৬ লক্ষ , ৩। ARB ( Howaikong ) কে ৬ লক্ষ , ৪। SMB ( Deinggakata ) কে ৬ লক্ষ , ৫। MRB ( Howaikong ) কে ৩ লক্ষ , ৬। PBC ( Howaikong ) কে ৬ লক্ষ টাকা ( সর্বমােট ৩৭ লক্ষ টাকা ) জরিমানাসহ প্রত্যেকটি ইটভাটা ধ্বংস করে দেওয়া হয়।
র্যাবের সহকারি পরিচালক ( সহকারি পুলিশ সুপার) আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী (
মিডিয়া ) পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
Discussion about this post