নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭শ ২০ ক্যান বিয়ার সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এসময় মাদক বহনের দায়ে একটি পিকআপ জব্দ করা হয়। বুধবার (৩ মার্চ) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের বকতার আহমদের ছেলে মো: সেলিম (৩০) ও একই ইউনিয়নের আবদুল হকের ছেলে আমিনুল হক (২০)।
র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, আটক আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post