বিশেষ প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়ন খারাংখালী বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে।
গত ৩ জানুয়ারি দিবাগত রাতে খারাংখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের নাফ নদীর বেড়ীবাঁধ এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করেন।
বিজিবি সুত্র জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে একজন পাচারকারী একটি বস্তাটি ফেলে অন্ধকারে কেওড়া বন দিয়ে নাফ নদীর দিকে পালিয়ে যায়।
পেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ইয়াবা পাচারকার ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। ইয়াবা কারবারীকে আটকের জন্য সীমান্তবর্তী নদীর তীরবর্তী ও তার পার্শ্ববর্তী স্থানে ৪ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদককারবারীকে সনাক্ত করার জন্য বিজিবি ২ ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
Discussion about this post