বিডি দর্পণ ডেস্ক :
রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬৯৭ পিস ইয়াবা, ২৬৩.৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৬০ গ্রাম গাঁজা, দেশি মদ ২৫ বোতল ও ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার (০৪ জানুয়ারি) রাত ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।
Discussion about this post