কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত হয়েছে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকায় সোমবার (২৩ মে) রাত পৌনে ১০টার সময় এই ঘটনা ঘটে। নিহতের নাম আমির হোসেন (৪০)। তিনি পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনবিভাগের জমি দখল-বেদখল নিয়ে সোমবার রাতে ডুমখালী গ্রামের সন্ত্রাসী রহমান গ্রুপের হামলায় আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post