বিডি দর্পণ ডেস্ক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯৬৮ পিস ইয়াবা, ২১ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৫৪১ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।
Discussion about this post