প্রতিবাদ সমাবেশ থেকে বেঁধে দেওয়া ২৪ ঘন্টা পার হলেও তিন সাংবাদিকের ওপর হামলকারীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ। এ জন্য আবারও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার বিকাল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুখে কালো কাপড় পরে মৌন প্রতিবাদ এবং বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে স্মারকলিপি প্রদান করা হবে।
এতে সকল সহকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ. এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম ওসমান গণি।
Discussion about this post