নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় দফায় স্বেচ্ছায় আরো ৮৫০ রোহিঙ্গা উখিয়া কলেজ মাঠ থেকে চট্টগ্রাম হয়ে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৮৫০ রোহিঙ্গাদের ১৬ টি বাসে করে চট্রগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিষয়টি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখান থেকে শুক্রবার (২৯ জানুয়ারি) সমুদ্র পথে জাহাজে করে নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচরে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গাদের।
তাছাড়া আগামীকাল শুক্রবার আরও কিছু রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। তৃতীয় দফায় প্রায় ৩ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের কথা রয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গিয়েছে।
এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ভাসানচরে গিয়েছে ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা।
Discussion about this post