আলাউদ্দিন, উখিয়া •
থাইংখালী খেলোয়াড় সমিতি বনাম নাফ সিটি ফুটবল ক্লাব টেকনাফের মধ্যকার প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের শুরুর ৫ মিনিটে থাইংখালী খেলোয়াড় সমিতিকে এক গোল দিয়ে নাফ সিটি ফুটবল ক্লাবকে এগিয়ে দেয় দলের ১৬ নম্বর জার্সি ধারি রোবো। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হতে না হতেই, থাইংখালী খেলোয়াড় সমিতির ৪৪ নম্বর জার্সি ধারি খেলোয়াড় মোঃ রাসেল দারুণ এক গোল দিয়ে দলকে সমতায় আনে। তবে দ্বিতীয়ার্ধে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করলেও, কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে খেলা ১-১ গোলে ড্র যায়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাফফর আহমদ সওদাগর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক ও পালংখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ শফি, রোস্তম আলী, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মুহাম্মদ ইউসুফ, থাইংখালী খেলোয়াড় সমিতির ক্রীড়া সম্পাদক নোমান খানসহ আরো অনেকে।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন। সহকারী রেফারি হিসেবে ছিলেন আবুল বশর নয়ন ও আরফাতুল ইসলাম নোমান।
Discussion about this post