উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন থেকে আশার পাড়া ব্রিজ পর্যন্ত পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
রাস্তার কাজের উদ্বোধন শেষে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, এডিবির ৪৭ লক্ষ টাকা বরাদ্দের ৮০০ মিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু করা হয়েছে। মোট বরাদ্দের মধ্যে এডিবির অর্থায়ন হচ্ছে ৪১ লক্ষ টাকা, বাকী গুলো ওয়ান পার্সেন থেকে। যার সর্বমোট ৪৭ লক্ষ টাকার বাজেটে নির্মিত হচ্ছে রাস্তাটি।
তিনি জানান, বর্তমান পালংখালী ইউনিয়নে আরও ১০ থেকে ১২ টি রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে টিকাদারী প্রতিষ্ঠানের হাতে রয়েছে।
রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ঠিকাদার, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Discussion about this post