মালয়েশিয়া সীমান্তের কাছা কাছি থাইল্যান্ডের একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের পুলিশ তাদের উদ্ধার করে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রোববার (৫ জুন) একটি বিবৃতি দিয়েছে দেশটির সহকারী পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। হাকপার্ন বলেন, ‘নৌকাচালক তাদের বলেছিল, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েক দিন আগে দ্বীপটিতে তাদের রেখে চলে যাওয়া হয়।’ মানব পাচারকারীরা রোহিঙ্গাদের যে দ্বীপটিতে রেখে গেছে সেটি একটি পর্যটন গন্তব্য কিন্তু জনবহুল নয়।
পুলিশ তাদের উদ্ধার করে মানবিক সহায়তা দিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে বলে জানিয়েছে হাকপার্ন।
Discussion about this post