বিডি দর্পণ ডেস্ক:
ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।
তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। তাদের মধ্যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান রয়েছেন।
মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মোবাইল ফোনে জানান, বহুদিন থেকেই রেবেকা নাহার বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরোসায়েন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের দাদি মরহুমা রেবেকা নাহারের জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে হবে। এর পর জোহরের নামাজের পর পৌর গোরস্তানে তাকে দাফন করা হবে।
Discussion about this post