নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে দুরারোগ্য এক রুগীকে মানবিক সহযোগীতা করে প্রশংসায় ভাসছেন ০৯ নং ছাত্রলীগ।এই দুরারোগ্য রুগীকে বাঁচাতে আরও মানবিক সহযোগিতা প্রয়োজন। এ জন্য সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানিয়েছেন ওয়ার্ড ছাত্রলীগ নেতারা।
উল্লেখ্য যে, একই ওয়ার্ডের বাদশাঘোনা এলাকার বাসিন্দা ফাতেমা বেগম গত ২ মাস ধরে ভোগছেন বক্ষব্যাধীর জঠিল রোগে। তার স্বামী জাহাঙ্গীর আলম একজন দিনমজুর। এ দিনমজুর স্বামী জাহাঙ্গীর আলম কক্সবাজার শহরের বিভিন্ন হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা করিয়েছেন।
স্বামী জাহাঙ্গীর আলম তার সহায় সম্ভল দিয়ে এতোদিন স্ত্রীর চিকিৎসা করে আসলেও কিন্তু এখন স্ত্রীর চিকিৎসার খরচ চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় জাহাঙ্গীর আলম বিষয়টি স্থানীয় ০৯নং ওয়ার্ড ছাত্রলীগকে অবগত করেন।তারপর এগিয়ে আসে কক্সবাজার শহরের ০৯ নং ওয়ার্ড ছাত্রলীগ।
কক্সবাজার শহর আওতাধীন ০৯ নং ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিমুলের নেতৃত্বে বক্স বানিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন করে ফাতেমা বেগমের পাশে দাঁড়ায়।ইতিমধ্যে ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। স্ত্রী ও দুই সন্তানের মাকে বাঁচাতে সকলের সহযোগিতা চেয়েছেন তার স্বামী রেজাউল করিম।
এদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, মানবিক কাজ করাই ছাত্রলীগের মূলনীতি। তাই সকলকে ফাতেমা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এ মানবিক কাজে সার্বক্ষণিক পাশে ছিল যারা, সাদমান, কায়ছার, রবিউল, তুহিন, আসিফ, নাঈম, মারুফ রশিদ, রাশেদ, অমিত হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সহযোগীতা পাঠানোর ঠিকানা:- ০৯ নং ওয়ার্ড, বাদশাঘোনা, কক্সবাজার পৌরসভা।
নগদ: ০১৬০৮৯৪৯৫৭৯
বিকাশ: ০১৮৩০২০৪৮৯১
Discussion about this post