নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে সালমান শাহ গ্রুপের সক্রিয় এক সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন।
৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন টীম এ অভিযান পরিচালনা করে।
এ সময় রোহিঙ্গা সন্ত্রাসী সাইফুল ইসলাম(২১), পিতা-মোঃ ইলিয়াস, সাং-ব্লক- ডি, শেড নং-৭৩২/৭, এম আর সি-৩৩৩৩৫, নয়াপাড়া রেজিঃ ক্যাম্পকে একটি দেশীয় তৈরী রামদা (যার দৈর্ঘ্য বাটসহ ৪ ফুট ৯ ইঞ্চি)সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী- সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় আইন-শৃংখলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত মর্মে জনশ্রুতি রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এমনটি জানিয়েছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক মো: তরিকুল ইসলাম।
Discussion about this post