বার্তা সম্পাদক :
করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই পুস্তক বিতরণ করা হচ্ছে সারাদেশে।
এরই ধারাবাহিকতায় সরকারি সিদ্ধান্ত মেনে ২ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার হলি চাইল্ড একাডেমি থাইংখালী’র শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
নতুন বই পেয়ে উল্লাস করছে কোমলমতি শিশুরা। ছবি : আলাউদ্দিন সিকদার।
এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, সদস্য মাষ্টার নুরুল বশর, হেলাল উদ্দিন ও থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সত্তার।
এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকসহ সাধারণ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে বাড়িতে শিশুদের পড়াশোনার যত্ন নিতে অভিভাবকদের অনুরোধ করেন সভাপতি রশিদ আহমদ।
উল্লেখ্য,“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সুশিক্ষিত জাতি বিনির্মাণে বছরের প্রথম দিন থেকে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রত্যয়ে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
Discussion about this post