নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস না গেলেও চলে গেছে ২০২০ সাল। এদিকে করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান কখন খোলা হবে তাও অনিশ্চিত।
এরই মধ্যে নতুন বছর ২০২১ সাল হাজির। এবার শিক্ষার্থীদের হাতে নতুন বই পুস্তক তুলে দেওয়ার পালা।
তাই, সরকারি সিদ্ধান্ত মেনে বছরের প্রথম দিনে জেলার সব প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) কক্সবাজার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
সারাদেশের ন্যায় “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সুশিক্ষিত জাতি বিনির্মাণে বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রত্যয়ে সারা দেশের ন্যয় আজ কক্সবাজারেও জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
চকচকে নতুন বই পেয়ে সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের চোখেমুখে খুশির ফোয়ারা।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।
এছাড়া স্কুলের প্রধান শিক্ষকসহ সাধারণ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে বাড়িতে শিশুদের পড়াশোনার যত্ন নিতে অভিভাবকদের অনুরোধ করেন জেলা প্রশাসক।
Discussion about this post