মোঃ শাহীন, নাইক্ষ্যংছড়ি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে এক লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবাসহ অানোয়ার হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
বুধবার (২৫ অাগস্ট) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি অারো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Discussion about this post