নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ পিস ইয়াবা ও ৫০ লাখ টাকা মুল্যের ৬টি স্বর্ণের বার (৮৫ ভরি) সহ দুই পাচারকারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উখিয়া থানা’র হলুদিয়াপালং এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে রফিক উদ্দিন(২৪) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্ডী সওদাগর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত্যু বাবুল বিশ্বাসের ছেলে নারয়ন বিশ্বাস (৩৩)।
রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় ও সাড়ে দশটার সময় উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়া ও দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি বলেন, পৃথক অভিযানে স্বর্ণ ও ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post