নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে মাদককারবারীদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। ঘটনায় ২ জন মাদককারবারী নিহত ও ২ জন বিজিবি’র সদস্য আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটেছে বলে বিজিবি জানিয়েছেন।
বিজিবি সূত্র জানিয়েছেন, নিহতরা মাদককারবারী। তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক ভাবে নিহত দুই মাদক কারবারির পরিচয় সনাক্ত করা গেছে। এরা হলেন- উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-বি/৩ এর বাসিন্দা ফোরকান আহমদের ছেলে জোবায়ের (৩০) ও একই ক্যাম্পের-১, ব্লক-সি এর বাসিন্দা মৃত আমির হামজার ছেলে দিল মোহাম্মদ (২৫)।
কক্সবাজার ৩৪ বিজিবি’র সহকারি পরিচালক ইয়ার হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে একটি ইয়াবাকারবারির দলকে মিয়ানমার থেকে আসতে দেখে রেজুপাড়া বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ইয়াবাকারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। বিজিবি সদস্যরা প্রাণ রক্ষার্থে পাল্টা গুলি করলে তারা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহল দল ঘটনাস্থল থেকে দুইজন ইয়াবাকারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ইয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুইটি দেশি তৈরি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ ও ১লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবি’র সাথে মাদককারবারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনায় ২ কারবারী নিহত হয়েছে। এসময় ২ জন বিজিব’র সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Discussion about this post