নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
২০ জানুয়ারি ( বুধবার) সকাল ১০টার দিকে ঘুমধুম ইউনিয়নের টিভি রিলে উপকেন্দ্র সংলগ্ন আলুর মাঠ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলেয়ার হোসেন এর নেতৃত্বে এসআই ইউনুছ ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজারের চকরিয়ার রাসেল (৩২) নামক এক ব্যক্তি কে আটক করে। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরোও জানান, আটক ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
Discussion about this post