নিজস্ব প্রতিবেদক:
নারী ক্ষমতায়নে কাজ করছে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ‘আমতলীএকতা মহিলা সমিতি’।
কোন ধরনের বেসরকারি উন্নয়ন সংস্থা বা দাতা সংস্থার সহযোগিতা ছাড়া ২০১৮ সালে প্রান্তিক এলাকার নারীদের উন্নয়নে ক্লাবটি প্রতিষ্ঠা করেন মুন্নি বড়ুয়া নামের এক অদম্য সাহসী নারী।
প্রতিষ্ঠাকালীন ৩০জন এলাকার অসহায়, হতদরিদ্র নারীদের নিয়ে এই সমিতি যাত্রা করলেও বর্তমানে ৬০জন নারী সদস্য রয়েছে।
সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মুন্নি বড়ুয়া বলেন, আমি ১৯৯৯ সাল থেকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে এলাকায় কাজ করছি। পারিবারিক প্রতিবন্ধকতার কারনে দীর্ঘদিন যাবৎ সৃষ্টিশীল চেতনার প্রতিফলন ঘটাতে পারিনি। অনেক বাধা-বিপত্তির মাঝে ২০১৮ সালে ক্লাবটির সূচনা করি।
তবে পরিতাপের বিষয় এখনো সমিতিটি নিবন্ধন করতে পারিনি।
উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শিরীন আকতার বলেন, আমাদের অধীনে মাত্র ৫টি সমিতি রয়েছে নিবন্ধিত।
আর নতুন করে এ ধরনের ক্লাব বা সমিতি প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। নিবন্ধনের জন্য সমিতির কাগজপত্র নিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন সংশ্লিষ্টদের।
Discussion about this post