চট্টগ্রামের হাটহাজারীতে নালায় তলিয়ে নিপা পালিত (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি (পাস) বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরীক্ষায় অংশ নিতে কলেজের উদ্দেশ্যে বের হন নিপা। পরে বাড়ি থেকে অদূরে একটি নালায় তলিয়ে যান তিনি। কয়েকদিনের বৃষ্টির পানিতে নালাটি অনেকটা ডুবে যায়। আর মৃগী রোগী হওয়ায় নিপা নালা থেকে আর উঠতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে একটি নালায় ডুবে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Discussion about this post