খুলনা ব্যুরো:
খুলনা নগরীর দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর বাথরুম থেকে অঙ্কিতা দে ছোঁয়া (৯) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের ৬ দিন পর পাবলার বণিকপাড়ার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অঙ্কিতা পাবলা বণিকপাড়ার বাসিন্দা সুশান্ত দে’র মেয়ে। সে বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, অঙ্কিতা গত ২২ জানুয়ারি দুপুর ১২টার পর থেকে নিখোঁজ হয়। এ ঘটনার পর পরিবার থেকে দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা করা হয়। ছোঁয়ার বাড়ির সন্নিকটে একটি ভবনের নিচতলা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন যুগান্তরকে বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর দুপুরে বণিকপাড়া মন্দিরের দক্ষিণ পাশের একটি ভবনের নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ছোঁয়ার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার জাহাঙ্গীর এবং তার স্ত্রী রিক্তাকে আটক করা হয়। এছাড়া লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
Discussion about this post