নিজস্ব প্রতিবেদক:
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আতাউর রহমান এর সাথে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের কক্সবাজারস্থ প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিডি রিপন কবির লস্কর, এডিসি শিক্ষা বিভীষন কান্তি দাস, এডিপিও শফিউল আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কক্সবাজার এর সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ, লিড এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা, ও পার্টনার সংস্থা গুলোর নির্বাহী পরিচালকবৃন্দ।
মতবিনিময় সভায় তারা বলেন, কক্সবাজারে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাস সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। যার ফলে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত আর কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবেনা। তাই সরকার বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোর সাথে সহযোগী হয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
এসময় তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুদা, দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে কক্সবাজারসহ সারাদেশে এযোগে কাজ করে যাচ্ছে। তাই প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলেকে আন্তরিক হয়ে কাজ করার জন্য আহব্বান জানানো হয়।
Discussion about this post