বিশেষ প্রতিবেদক:
নোয়াখালীভ হাতিয়া মৌলভীর চর এলাকায় অভিযান চালিয়ে ৭টি দেশী-বিদেশী অস্ত্র ও ২৮ রাউন্ড গুলি ও নগদ ১১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এসময় হত্যা ও অপহরণ মামলাসহ মোট ১৫ টি মামলার পলাতক আসামী মো. খোকন ডাকাত ও তার অন্যতম প্রধান সহযোগী মো. লিটন ডাকাতকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রামের সদস্যরা।
গত শুক্রবার (১২মার্চ) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী হাতিয়া চরগাছিয়া মৌলভীর চর এলাকায় এঘটনা ঘটে।
বিডি দর্পণ কে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চরগাজিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ইসমাইল মাঝির ছেলে মোঃ খোকন ডাকাত (৪৩), বয়াচর এলাকরমোজাম্মেল হকের ছেলে মো. লিটন (২৮)কে আটক অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ আটক করে র্যাব-৭।
তিনি বলেন, তাদের কাছে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজি উদ্ধারসহ তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করা হয়।
তাদের দেওয়া তথ্য মতে একটি বসত ঘরে অভিযান চালায় র্যাব। ঔ ঘরের পেছন হতে ১টি সাদা প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ১টি .৩০৩ রাইফেল, ১টি এসবিবিএল, ১টি থ্রী কোয়ার্টারগান, ২টি এলজি, ১টি ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি এবং ল্যাপটপের ব্যাগে থাকা নগদ ১১,৩৫,০০০ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, আসামী মো. খোকন ডাকাতের বিরুদ্ধে নোয়াখালী জেলার হাতিয়া, লক্ষীপুর জেলার রামগতি ও ভোলা জেলার ভোলা থানায় ৪ টি হত্যা মামলা, ২টি অপহরণ ও মুক্তিপন আদায়ের মামলা, ২টি অস্ত্র আইনের মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি, ১টি হত্যার চেষ্টাসহ মোট ১৫ টি মামলা রয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি সংগ্রহ করে চরঅঞ্চল এলাকায় বিভিন্ন ধরণের ডাকাতি, অপহরণ ও জিম্মি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র, গুলি, টাকাসহ আলামত সংক্রান্তে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে নোয়াখালী জেলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post