নিজস্ব প্রতিনিধি:
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উখিয়া উপজেলার পালংখালীতে এম. মঞ্জুরের নৌকা প্রতীকে ভোট দিলে সীমান্ত জনপদ পালংখালী ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করা হবে বলে উল্লেখ করেছেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম. মঞ্জুরকে নৌকার মাঝি করে পালংখালীবাসীকে সম্মানিত করেছেন। তাই আপনারা শেখ হাসিনার নৌকায় ভোট দিলে সীমান্ত জনপদ পালংখালী ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করা হবে।
আর যারা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা হওয়ার পরেও নৌকা প্রতীক না পেয়ে নৌকার ভরাডুবির জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে বিদ্রোহ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আগামী ১১ তারিখ পালংখালীবাসীকে এম. মঞ্জুরের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান।

সোমবার (২৫ অক্টোবর) বিকালে উখিয়া উপজেলার পালংখালী বাজারে ক্ষমতাসিন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী এম. মঞ্জুরের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউনূছ বাঙ্গালী, জেলা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
এসময় পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী এম. মঞ্জুর সহ স্থানীয় নেতা কর্মী ও ভোটারগগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post