নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের ২ কারবারীকে আটক করেছে।
১২ জানুয়ারি (মঙ্গলবার) সন্দ্যা সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম পটিয়া বাইপাস এলাকায় চট্টগ্রাম গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটকৃতরা হলো টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নাজির পাড়া এলাকার মৃত: আলী আহমদের পুত্র মো: আব্দুল গফুর প্রকাশ আমির (৩২)। তার কাছে ২ হাজার পিস ও টেকনাফ উপজেলার খারাংখালী দক্ষিণ পাড়া এলাকার মো: ফরিদুল আলমের পুত্র মো: রহিম উল্লাহ (২১)। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে ২ জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post