খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ১১মামলায় ৯হাজার ৪’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ। বুধবার(২৬ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৩৯ধারা মোতাবেক বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায়, লেকটোজেন এর লাইসেন্স না থাকায়, দোকানের নির্দিষ্ট সীমানার বাইরে মালামাল রাখায়, মোটরসাইকেল এর ড্রাইভিং লাইসেন্স না থাকায়, মাদক দ্রব্য আইনে জনসম্মুখে ধুমপান করাসহ বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, সরকারের আইন মেনে সকলকে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চালাতে হবে। ভ্রম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Discussion about this post